কবির কাছেই কবিতার নালিশ, কবিরা নাকি মানুষ হিসেবে নগণ্য! তাই দিচ্ছে গালি, করছে শালিস, আসলেই কবিতার জন্মস্থানটাই জঘন্য!
কবিতা লিখলে যদিও পেট চলে না কারও, তবুও মনকে বাঁধতে পেরেছে কখনও কি কেউ? এসব হাবিজাবি তাই লিখতেই থাকব আরও... আমার দুঃখকণা ভাসায় ডোবায় কবিতা নামের ঢেউ।
গল্প লিখলে কেমন দিন পেরিয়ে যায়, লেখাগুলো তাই আমার সন্তানেরই মতন! ওসব গল্প নাকি শেয়ালে-কুকুরে খায়, যে যা-ই বলুক, করে যাব তবু এমনই যতন!