কবিতার মতো সত্য: ৬

১. নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস,
অবিবাহিতরাই সুখে আছে, বিবাহিতের বিশ্বাস।




২. কখনও কখনও, ধরতে পারাই সুখ নহে, ধরা খাওয়াতেই প্রকৃত সুখ।




৩. বন্যেরা বনে সুন্দর, ক্রাশেরা ফেইসবুকে।




৪. ঘুমিয়ে আছে প্রথম প্রেমিক, সব নারীরই অন্তরে।




৫. স্বামীর গীবত করে না যে-জন, কে বলে মানুষ তারে, মহিলা-মানুষ সেই জন!




৬. নোংরামিই ফেইসবুকের মেরুদণ্ড।




৭. দু-টাকার এমবি কিনে উচ্চ করি শির,
যেখানে-সেখানে কমেন্ট করে শালায় হতে চায় বীর।




৮. হিংসাই দুর্ভাগ্যের প্রসূতি।




৯. কুসংস্কারকে নয়, কুসংস্কারের জনক-জননীকে ঘৃণা করো।

১০. অশিক্ষিতকে বুকে জড়িয়ে শিক্ষা দিতে চাইবার মতন বিড়ম্বনা আর নাই!





১১. হিংসা শিখতে এসো, গালিগালাজ করতে বেরিয়ে যাও।




১২. তুমি উত্তম হইলেও, আমি হারামি হইব না কেন?




১৩. অন্তরে হিংসা না থাকিলে মুখ দিয়া অত গালিগালাজ উগরাইয়া দিতে পারিত না।




১৪. ফেইসবুকই ফেইসলেস হবার মূল।




১৫. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আজ যেন নিজের মুখোশ নিজেই টেনে খুলি।




১৬. আর্লি টু ফেইসবুক, আর্লি টু স্ট্যাটাস, মেইকস অ্যা ম্যান গবেট, জাজমেন্টাল অ্যান্ড বোগাস।




১৭. তোমার স্বপ্নের পেছনে ছোটো!
এতটাই ছোটো,
যেন একদিন লোকে
তোমাকে ছুঁতে পারাকেই
স্বপ্নপূরণ ভাবে!




১৮. বেঁচে থাকতে চাইলে
পরিস্থিতিকে সমীহ করেই চলতে হবে,
এমনকী দেশের রাজা হলেও।




১৯. জিততে চাইলে
আরেকজন জিতল কেন,
তার জন্য না কেঁদে
নিজে হারলে কেন,
তার কারণ খোঁজো।




২০. তোমার নিয়তও খারাপ ছিল না,
মনেও খারাপ কিছু ছিল না;
আসলে সে তোমার অদৃষ্টেই ছিল না!




২১. মানুষ তার সামর্থ্যকেও অতিক্রম করতে পারে,
কিন্তু অদৃষ্টকে পারে না।




২২. এ পৃথিবীতে বিচ্ছেদ না থাকলে
কে কাকে অতটা গভীরভাবে
মনে রাখত!?




২৩. যদি কখনও
আমার জানতে ইচ্ছে করে,
তুমি চলে গেলে কেন,
তখন কাকে জিজ্ঞেস করব!




২৪. ওই চিড়িয়াগুলি আসে কোত্থেকে, যারা নিজেরাই রাতে জেগে থেকেও অন্যকে জিজ্ঞেস করতে আসে, 'এত রাতে জেগে আছেন কেন?'
শালাদের পারমিশন নিতে হবে আপনি রাত জাগতে চাইলে!!




২৫. রাগী মানুষের মন ভালো হয়?
হ্যাঁ, হতেই পারে!
তো সেই ভালো মনটা দিয়ে আমি কী করব,
যে-মন আমার মন খারাপ করে দেয়?




২৬. যে তোমার রাগ সহ্য করতে পারে,
কখনও বোলো না যে
সে তোমায় ভালোবাসে না।




২৭. নিজেকে অন্যের জন্য
ধ্বংস করে ফেলার পরেই
লোকে নিজের জীবনের
দামটা বুঝতে পারে।




২৮. তার ভালোবাসা সহ্য করাই সবচাইতে কঠিন,
যে ভালোবাসে, কিন্তু শান্তিতে রাখতে জানে না।




২৯. ছোটোবেলায় বই ছুঁয়ে
অনেক মিথ্যে বলেছি।
বড়ো হবার পর
মদের গ্লাস ছুঁয়ে
একটাও মিথ্যে বলিনি।




৩০. স্বপ্ন দ্যাখো,
তবে কখনও
স্বপ্নকে জীবন,
কিংবা জীবনকে স্বপ্ন
ভেবে বোসো না।
জীবন জীবনই,
স্বপ্ন স্বপ্নই!




৩১. পেছন ফিরে তাকালে
মনে হয়,
কখনো ভাবতেও পেরেছিলাম,
এই জীবনটাই আমার হবে!




৩২. যাকে পাওনি বলে কাঁদো,
এক বার যদি তার কান্নাটা দেখতে পারতে,
যে তাকে পেয়েছে বলেই কাঁদে!




৩৩. পরের বউকে সবারই
পরির মতন লাগে।
নিজের ছেলেকে সবারই
রাজপুত্রের মতন লাগে।




৩৪. তোমাকে ভুলে যেতে
প্রতিদিনই
আগের দিনের চাইতে
নিজেকে ব্যস্ত করে রেখেছি।
ধন্যবাদ!
তুমি থেকে গেলে
জীবনে এত কিছু
করতেই পারতাম না




৩৫. যখন কেউ
তোমার সামনে প্রতিদিনই এসে
তোমাকে খারাপ বলে,
তখন নিজের দিকে তাকানোর আগে
সেই গর্দভটির দিকে তাকাও,
যাকে প্রতিদিনই
একটা খারাপ লোকের সামনে হাজির হতে হয়!
Content Protection by DMCA.com