কবিতার জন্ম



যে-কবিতায় তোর শরীরের ঘ্রাণ নেই,
যে-কবিতায় আমার অস্থিরতায়
তোকে বাঁধতে এত নিয়মের বেড়াজাল,
সেই কবিতা আমার কাছে বিষাদ;
আমি লিখতে চাই না আর সেই কবিতা।

জানিস তো,
স্থিরতায় কবিতা আসে না...
কবিতা আসে কেবলই অস্থিরতায়।
Content Protection by DMCA.com