কথার ছোট্ট ঝুড়ি

 ১. বোধশক্তিসম্পন্ন মানুষের চেয়ে দুঃখী মানুষ পৃথিবীতে আর নেই।
  
 ২. অনুভূতিই একমাত্র জিনিস, যা মানুষ ও প্রাণীর মধ্যে পার্থক্য তৈরি করে দেয়।
  
 ৩. শুধু আবেগহীন মানুষই অথর্ব হয় না, অতিরিক্ত আবেগি মানুষও অর্থবের মতো।
  
 ৪. ব্যথা সয়ে যেতে থাকলে শান্তিই বরং ব্যথিত করে।
  
 ৫. ব্যথার মলমটা যে বিক্রি করে, সেই মলম শুধু তার বেলাতেই কাজ করে না!
  
 ৬. ঘড়ির কাঁটাই জীবনের সবচেয়ে বড়ো বন্ধু।
  
 ৭. সততা হজম করতে সাহস লাগে, সাহসী হতে আবার সততা লাগে। কী অদ্ভুত একটা চেইন!
  
 ৮. শিক্ষক এবং রিকশাচালক, এই দুই পেশার মানুষের সাথে কখনও তর্কে যেতে নেই।
  
 ৯. আমার ভাই তোমার ভাই নন,
   ঠিক আছে।
   তোমার ভাইও কিন্তু আমার শালা হোন,
   সেই কথা মনে আছে তো!?
  
 ১০. একমাত্র সম্বলটিও একজন মানুষ কুরবানি করে দেয় যখন, কেবল তাকেই ভালোবাসা বলে। 
Content Protection by DMCA.com