এসো ভালোবাসা, একসাথে থাকি

 
ভালোবাসা আজ দাঁড়িয়ে তোমার দরোজা-পাশে!
চাও যদি তারে গ্রহণ করো,
নয়তো আঁটো অবলীলায় দরোজায় খিল!
জেনো, ভালোবাসার দায় নেই তবু কোনও;
জেনো, ভালোবাসা ঠিকই ঘর চিনে নেয়;
জেনো, ভালোবাসা তবু ভালোবাসাই পায়!


যদি তারে ছুড়ে দাও দূরে,
যদি রক্তাক্তই করো তার রাহুটিরে,
যদি ধুলোয় লুটোও তার একটিও ফুল,
যদি ভাঙো চুরো মন ক্ষণিকের ছলে,
জেনো, চিরকাল কারও...কেউ থাকে না আপন!


নির্বিচারে মনের খেয়ালে যারে বিচার করো,
যারে রাখো উপেক্ষায়, হেলায় ফেলায়,
যারে বেঁধে রাখো গাঢ় কাফনের ঘৃণায়,
জেনো, সেও ঠিক ঠিক পেয়ে যাবে ঘর,
পাবে নিজের করে কিছু ভালোলাগা সাথে!
নিজের কিছু কোলাহল কিবা সুখের অশ্রু---পায় সকলেই,
কোনও-না-কোনও ক্ষণে সকলেই পায় ঠিক তারই ভাগ।


ভালোবাসা--সে এসেছে যে আজ! হয় তারে গ্রহণ করো,
নয় দূরে মারো ছুড়ে!
যারে আজ তুমি ফেলেছ ছুড়ে পথের বাঁকে, একলা আঁধারকোণে,
জেনো, ঠিক হয় সবই, থেমে থাকে না কিছুই!
প্রকৃতি দেয় সকলেরেই ঢেলে,
চাও বা না চাও।


আদরে যা পাও, তা গ্রহণ করো,
কি দুঃখ কি কান্না, জেনো, সবকিছু চলে সদা-বিপরীতে,
লাভ কি ক্ষতি, হার কি জিত, সকলেরই আসে,
কেউ পায় আগে, কেউ পরে পায়---তবু প্রাপ্তি একই!
জেনো, ঠিক ঠিকই সব সুখ ফেরে ঘরে।


যেদিন ব্যথা সুধায়ে ছিল আর ব্যথারে,
আমারে আরও জ্বালা দাও, আরও আরও দাও,...
সুখ এসে কইল সেদিনই, এত দুঃখ…এত কোথা পাও?
আমার হবে কী-বা...যদি দুঃখরেই বরো?
কে নেবে আমারে তখন ডেকে ঘরে?


বলল ব্যথা, এসো তবে, মিলেমিশে আজ একাকার হই!
সুখ যদি এল, তবে ব্যথা গেল কই?
সুখ তবু কয়, লুকোব আমি এই জীর্ণ দেয়ালে।
দুঃখ হেসে কয়, তবে দেবো আমি কান্নাই এনে।
সুখ দুঃখ দুই-ই একা এলে,
কে কারে পোহবে...কোথা কারে ফেলে?


একদিন তুমি ভালোবাসাটিরে করেছ যে হেলা,
তাই দেখো আজ, ভালোবাসা মেলা আহা কত ঠেলা!
দুঃখের সাগরে একদিন তুমি ভেসেছই যদি,
তবে কেন দুঃখই খুঁজে ফেরো শুধু আর?


আমার এ নীড়ে সুখ দুঃখ মিলেমিশে রাখি,
এসো ভালোবাসা, তুমি আর আমি...একসাথে থাকি।
Content Protection by DMCA.com