হ্যাঁ, সবকিছুর পরও, আমি ভালোবাসি। আমার এই যাত্রাটি একাকী, একতরফা। সে আমায় আজও ভালোবাসে না, কষ্ট নেই। আমার ভালোবাসা তাকে বোঝানোর লোভটা আমি কিছুতেই সামলাতে পারি না, কষ্ট এটাই। সে আমায় কষ্ট দেয় না, অতটা সময়ই তার নেই। কষ্ট পেতে আমার কাউকেই লাগে না, নিজের কষ্ট আমি নিজেই তৈরি করি।