কেন করছ আমার জন্য প্রতীক্ষা?
ভালোবাসার তীব্রতা খুঁজতে।
কেন করলে এমন প্রহসন?
তোমার অবহেলা বুঝতে।
কেন শুনছ এ করুণ সুর?
তোমার বিরহে ডুবতে।
কেন চাইলে এতটা দূরত্ব?
আমাদের স্মৃতিভেজা পথে হাঁটতে।
কেন রাখলে আমায় দৃষ্টিজুড়ে?
তোমায় ছুঁতে দু-হাত দিয়ে।
সম্ভাব্য বৃষ্টির নিভৃত কল্পনায়...
কেন আঁকলে আমার ছবি?
আবেগ পৌঁছে দিতে।
কেন ভুলে গেলে আমার স্পর্শ?
একাকিত্ব বাড়াতে।