একটুখানি স্পর্শে



: কেন লিখছ এসব প্রলাপ?
: আমার অনুভূতি বোঝাতে।
: বোকা মেয়ে! ভালোবাসলেই কি সব কথা বলতে আছে?
: ভুলটা তবে আমারই?
: না, আমাদের।
: স্মৃতিগুলো নিয়ে যেয়ো...
: পথে ফেলে এসো।
: অপেক্ষার চাহনি কি ভুল?
: অতীত সময়ে থেমে-যাওয়া অনুভূতিরা...কতখানি ক্লান্ত?
: তুমি যতটা শান্ত।
: তোমার অশ্রু কতটা যন্ত্রণায় বেঁধেছ?
: তুমি আমায় যতখানি ছুঁয়েছ!
: একটুখানি স্পর্শে আমাকেই চেয়ো...
: তোমার প্রতিটি লেখায় আমায় রেখো।