একজোড়া স্বপ্নের স্বপ্নে

 
আর কিছু দাও বা না দাও, আমায় তুমি একজোড়া স্বপ্ন দিয়ো।
আমার সকল ব্যথিতপ্রহর একলা কাটে...।
তোমার দেওয়া একটা জোড়া স্বপ্ন মেখে…এই দুচোখে…
শেষঘুমটা যদি হয়ও দিতে, তবে যাব সে-ঘুমে…স্বস্তিবুকে।


জানো, স্বপ্নে তোমার রাঙা দুপায়ে রোজ রোজই কত চুমু খাই?
বসে থাকি ঠায়, মুখটা রাখি তোমার হাঁটুর উপর, জানো সে-কথা?


এই বুকে জড়িয়ে, তোমার মুখ লুকিয়ে, কতশত বার দিয়েছি এঁকে...
ওই কপালে ছোট্ট ধবল চাঁদ,...বুঝেছ কখনও ঘুমের ঘোরে?


কখনওবা কথার ফাঁকে, বসে পড়েছি তোমার হাঁটুর ভাঁজে, হয়েছে খেয়াল?
যখন তুমি সুর তুলেছ, গেয়েছ খেয়ালে, তোমার প্রতিটি শব্দ ছুঁয়ে,
আদরে মেখে হৃদয়ে নিতাম সারাক্ষণই, সে-খবর রাখতে কখনও?


আকণ্ঠ তৃষ্ণা নিয়ে, অভিমানে…কত রাত্রি হলেই
তোমার কাছে সঁপেছি নিজেকে, জেনেছ ভুলেও?
তোমার হাতের আলতো ছোঁয়ায়, ঘুমভাঙা মিঠেরোদের খেলায়
আমার আলগোছে কত ঘুম ভেঙেছে, টের পেতে কি?


যখন চলেই যেতে…গভীর ঘুমের রাজ্যে মেতে,
আমি একপৃথিবী কাজের ফাঁকে…তোমার ঠোঁটে, তোমার গালে, তোমার চোখে…
দৃষ্টি ছুড়ে, হৃদয় ফুঁড়ে…ফুরিয়ে যেতাম একেবারেই!…আমায় তখন দেখতে পেতে?


যখন আঁকায় ভীষণ ব্যস্ত তুমি, তাকাচ্ছ না ডানে কি বাঁয়ে,
তখন ধীরে এসে…তোমার ধ্যান না ভেঙে,
কফির মগটা রেখেই যেতাম…তোমার তুলির পাশে।
অমন ধ্যানেও শুনে ফেলতে…আমার পায়ের আওয়াজ?


যখন তুমি ডুবে যাচ্ছ…আদরে আদরে, তখন তোমার চুলগুলোকে আঙুলে সেঁটে,
নাক ডুবিয়ে…ঘ্রাণটা নিতাম! কখনও করতে খেয়াল?


এই একজোড়া চোখ কেবলই তোমার স্বপ্নে বিভোর!
আমায় এনে দাও না...অমন একটি জোড়া স্বপ্ন কিনে!
Content Protection by DMCA.com