একআঁজলা দুঃখ

টুকটুক করে রাত বাড়ে যদি,
শুকিয়ে যাবে অশ্রুভরা নদী।
আমি গাইব মাতাল হবার গান,
জুড়াব শরীর, সঙ্গে মনপ্রাণ।




আর না-ইবা এলে তুমি,
চারিপাশে বিরহের ঝুমঝুমি।
কাউকে আজ লাগবে না শোনো,
একা একা খুব বেঁচে আছি জেনো।




আমাকে হারাতে পেরেছ নাকি?
আরে, খেলা তো পুরোটাই এখনও বাকি!
নিজেকে নিচে আর কত নামাবে?
আজ বলবই আমি, কী করে বলো থামাবে?




একচিলতে সুখ বেচে একআঁজলা দুঃখ কিনেছি,
তোমার সব অবহেলাকেই পরম আপন মেনেছি।
তুমি নাহয় পালিয়ে পালিয়েই থেকো,
শেষটায় আমিই জিতে যাব দেখো!
Content Protection by DMCA.com