গতকাল কবর দিলাম—
মিছে-স্বপ্নের সব মায়াজাল।
কবর দিয়ে শুদ্ধ হলাম
আজ সকালে, এই সকালে,
এই সকালের উজ্জ্বল এই রৌদ্রালোকে
কবর দিলাম মিথ্যে সাধের কল্পনাকে।
একটি গোলাপ, রক্তগোলাপ
ফুটুক, ফুটুক, এই সকালে—
এই সকালের উজ্জ্বল এই রৌদ্রালোকে
মানিপ্ল্যান্টের মতন বাড়ুক,
বাড়ুক, বাড়ুক
এই সকালে।
নিত্যনূতন পুষ্প ফুটুক নূতন আশার বাসরঘরে,
গাঢ় রক্তগোলাপ ফুটুক ফুটুক
শুদ্ধ সাধের শুদ্ধ হৃদে,
কবর দিলাম মিথ্যে অতীত—
এই সকালে,
এই সকালের উজ্জ্বল এই রৌদ্রালোকে।
আমিই যেন,
আগাম দিনের আমি হয়েই নিচ্ছি জনম
নূতন আশার বাসরঘরে।
জনম নিয়ে উঠছি বেড়ে
সার-দেওয়া ধানচারার মতো।
উঠছি বেড়ে—
বাড়-বাড়ন্ত গাছের মতো
পূর্ণশশীর ষোলোকলায়
এই সকালের সূর্যালোকে
মিথ্যে আশা কবর দিয়ে।
আসছে দিনের আমি
যেন বেড়ে উঠি,
বেড়ে উঠি
সাম্প্রতিকের হন্তা হয়ে।
আমায় প্রভু শক্তি দাও হে,
শক্তি দিয়ো,
যেন আমি
মিথ্যে ভোরের ট্রামে চড়ে পালিয়ে না যাই।
আজ নূতন নূতন ফুটুক না ফুল…
গোলাপ ফুটুক এই সকালে—
এই সকালের উজ্জ্বল এই রৌদ্রালোকে।