এই মুহূর্তে



তোর মনে আছে,
আমি চলে আসার সময় তুই দৌড়ে গিয়ে
তোর টিশার্টটা আমাকে এনে দিয়েছিলি?

এই টিশার্টটার দিকে চোখ পড়তেই আজ
মনের মধ্যে আসা সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল।
তৎক্ষণাৎ, বুকের মধ্যে টেনে নিলাম তোর দেওয়া টিশার্ট।

কেন জানি মনে হয়, ওতে তোর গায়ের গন্ধ লুকিয়ে আছে,
আমি জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলেই মনটা হালকা হয়ে যাবে।

আমি বোধ হয় তোকে ভুলে কখনোই থাকতে পারব না রে!

মনের ভেতর উঁকি দিয়ে উঠল একটা সবুজ পাতা...
ভাবতেই ভালো লাগছে—
সেদিন তুইও আমায় অনেক ভালোবেসেছিলি,
খুউব যত্ন করে তোর বুকের গভীরে আগলে রেখেছিলি।

এই মুহূর্তে আমি কি তোকে ছুঁয়ে থাকতে পারি?