উপেক্ষার ভাষ্য



তোমায় ভুলে যাওয়া অসম্ভব—
বিচ্যুতির সহজ সমীরণে
তোমার নামটি লিখতে পারিনি।

তোমায় ভুলে যাব বলছি না—
বরং ভুলে থাকতে চাইছি।
তোমায় ভুলে থাকছি বাঁচার প্রয়োজনেই।

তোমার স্মৃতি ধারণ করতেই—
কষ্টে বুকের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে...

ভালোবাসলেই—
একসাথে জীবনটাকে গোছানো যায় না;
বরং একা থাকার জন্য প্রস্তুত হতে হয়।

তোমার উপেক্ষায়—
আমার সম্ভাব্য যন্ত্রণারা কড়া নাড়তেই,
জাগতিক সকল সুখ ধ্বংসের দ্বারপ্রান্তে...