উপেক্ষার উপহাস




মৃত্যুর জন্য যে বিলাপ করছ—
সে তো শুধুই স্মৃতির শোক।

পৃথিবীর কঠিনতম কাজ হচ্ছে—
তীব্র ভালোবাসার আসক্তিতে...
প্রিয়মুখের সমাধি।

কতকাল ঘটবে শব্দের সংকটে কথার সমাপ্তি?

জীবিত মানুষের জন্য শোকপালন—
যতটা ভয়ংকর অভ্যাস,
তোমার চোখে আমার জন্য রাখা...
মায়ার বিকল্পে দেখেছি ততোধিক
উপেক্ষার উপহাস।