উপকারের দর্শন

মানুষের উপকার করলে মেন্টাল স্ট্রেংথ বাড়ে। যাদের উপকার করবেন, দেখবেন, আপনার বিপদের সময় ওরা পাশে নেই। তখন নিজের প্রবলেম নিজেকেই সলভ করতে হবে। স্বাভাবিকভাবেই, এতে মেন্টাল স্ট্রেংথ আরও বেশি বাড়ে। ভেবে দেখুন, লাভে লাভ! তাই মানুষের উপকার করুন; এমনকী আপনার বিপদের সময় ওরা যদি আপনার পেছনেও লাগে, তবু ওদের উপকার করুন। ইভেন বেটার, ওদেরকে প্রার্থনায় রাখুন। মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর জন্য প্রার্থনার উপর আর কিছু নেই।

ওরা পেছনে লাগে বার বার? লাগুক না! অপ্রিয় মিথ্যা বলে বেড়ায়? বেড়াক না! ইগনোর ! ইগনোর! ইগনোর! ভুল করেও ভুল লোকের সামনে নিজেকে ব্যাখ্যা করতে যাবেন না। বরং নিজেকে গড়ে তোলার পেছনে সময় দিন, আরও অনেকটা এগিয়ে যান। যারা আপনার চেয়ে পিছিয়ে, অবস্থানে বা মানসিকতায়, ওরা তো পেছনে লাগবেই! এগিয়ে থাকে কিংবা এগিয়ে যায় যারা, ওদের তো অত সময়ই নেই! নিঃসন্দেহে প্রতিশোধের চেয়ে ক্ষমা উত্তম। এতে সময় বাঁচে, শক্তিও বাড়ে, কেননা দুর্বল মানুষ কখনও ক্ষমা করতে পারে না।

লোকের উপকার করুন।
নিজেকে সেইফ রাখুন।
প্রার্থনায় সবাই থাকুক।
দেখবেন, আপনার চাইতে বেশি মানসিক শক্তিসম্পন্ন মানুষ আশেপাশে তেমন একটা খুঁজে পাবেন না।

মানুষের সাথে কীসের বোঝাপড়া? সকল বোঝাপড়া হোক ঈশ্বরের সাথে। শান্তি শান্তি শান্তি!
Content Protection by DMCA.com