আমি তোর তির্যক দৃষ্টির সামনে
প্রসারিত হব।
আমি তোর বন্ধ নাকের ডগায়
কিল ছুড়ব।
আমি তোর অবুঝ কর্ণমূলে
সোচ্চার হব।
দেখি, তুই
কীভাবে বিরোধিতা করিস!
কীভাবে প্রতিবাদ করিস!
না, কিছুই নয়।
তুই আমার কাছে আয়।
যেভাবেই আসবি আয়।
অতঃপর,
দেখে যা—
তোর জন্য ময়ূরসিংহাসন তৈরি করেছি,
কী অপূর্ব নকশিকাঁথা পেতেছি!