একমুহূর্তের জন্যও মনে হয়নি, আজ তুমি আসবে। তুমি এলেই আমার মধ্যে একধরনের দুঃখবোধ কাজ করে, ভয়ংকর অপূর্ণতা দূরে ছুঁড়ে ফেলে আমায়।
তুমি ভেবো না—আমি তোমার সাথে দেখা করতে চাই না।
তুমি বসো আমার পাশে...তোমার আঙুলগুলো আলতো ছুঁয়ে যেতেই এক অজানা অনুভূতি আমাকে গ্রাস করে, গভীরে ছুটে-চলা রক্তকণিকা...ভীষণ তাড়নায়—তোমার বুক জড়িয়ে একটু থামে, একপর্যায়ে ক্লান্ত হয় আমাদের স্মৃতির আলাপন।
তুমি খোঁজ নিলে জানতে পারবে, তুমিই আমার ইচ্ছেঘুড়ি।