শরাবে-রাঙা মধুর অধর
লাল টসটসে, নীল কমল...
তার পানে সিগ্রেটে-পোড়া
কঠোর কৃষ্ণ।
রাধিকা কোথায়? লাল কমল?
নেই।
জানলার ফ্রেমে, শেষরাতে
চাই না তারার আস্ফালন,
প্রিয়ার গোপন প্রেমালাপ।
অট্টালিকার গোলাপ, ফুলদানিতে
সাজানো টব (আমার সাজানো বাগান শুকিয়ে গেল ইত্যাদি, ইত্যাদি),
তাই
ধূম্রকুণ্ডলী, মেঘমালা আছে,
ফুল আছে, টব আছে, বাগানপ্রেয়সীর
স্মিতহাস্য কিংবা এলোচুল
...সব আছে,
আবার নেই নিমেষেই।
আগুন আমার ভাই...
আলো আসুক, কেননা
আলো এসেছিল।