আর কতক্ষণ



তোমাকে ভালোবাসার পর থেকে—
আমার কোনো কিছুই আর আগের মতো নেই।

কার‌ও স্পর্শ আমার মনে অনুভূতি জাগায় না,
কার‌ও প্রতিশ্রুতি আমাকে ভাবায় না,
কার‌ও স্মৃতি আমাকে রাত জাগায় না।

সত্যি বলছি—তোমাকে ছুঁয়ে দেখার পর থেকে...
আমি আর কার‌ও জন্য অপেক্ষা করি না,
কাউকে আমার মনখারাপের ভারটা দিই না,
কার‌ও হাত ধরে পাশাপাশি কিছুক্ষণ হাঁটি না।

তুমি কি আমায় বলবে...
আমি তোমার ভেতরে আর কতক্ষণ থেমে থাকব?