আমি চাই, আমার মানুষটা সুন্দর বাঁচুক;
তাঁর সকল ভুল এবার ফুল হয়ে ফুটুক;
অযাচিত দুঃখগুলো জীবনের যে-অধ্যায়টা জুড়ে আছে, সেখানে যাচিত সুখের বসত হোক।
মানুষটার একটা সাজানো-গোছানো ছাদঘর আছে,
সেখানে আছে সূর্যমূখী, সেখানে
বোগেনভিলিয়ার আড়ালে লুকোচুরি খেলায় মাতে রোদ্দুর।
আমি চাই, এবার সেখানে একটা শিউলির ঝাড় উঠুক;
রাতবিরাতে শিউলির গা চুয়ে চুয়ে পড়ুক প্রার্থিত মুহূর্তের বৃষ্টিজল।
আমি চাই, মানুষটা তার নিজের মানুষটার হোক।
প্রয়োজনে আমার না হোক, তবুও...সে স্থির হোক।