আমার কিছু ব্যর্থতা আছে--- জীবনের কাছে। আমার কিছু সাফল্য আছে--- ভবিষ্যতের কাছে। আমার কিছু কষ্ট আছে--- অতীতের কাছে। আমার কিছু পাওনা আছে--- বর্তমানের কাছে। আমার কিছু ঋণ আছে--- আদিপুরুষের কাছে। আমার কিছু অনুভূতি আছে--- মনের কাছে। আমার কিছু ভালোলাগা আছে--- আলেয়ার আলোর কাছে। আমার বেঁচে থাকার কিছু রসদ আছে--- তোমার কাছে। আমার একটা ব্যক্তিগত তুমি আছে--- আমার কাছে। Sushanta Paul