আমার কিছু সীমাবদ্ধতা



তোকে যে আমার কত কথা বলতে ইচ্ছে করে!
অথচ, অক্ষমতার সীমাবদ্ধতা পেরিয়ে—
ভালোবাসি-টুকু বলতেও বড্ড দ্বিধা হয়!

তোকে যে কত কত বার জড়িয়ে ধরতে ইচ্ছে করে!
আবার মনে হয়, স্পর্শের সীমাবদ্ধতা পেরিয়ে—
সেই আলিঙ্গন কি শুধুই সময়ের অপচয়?

তোর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে...
তবু, অশ্রুর সীমাবদ্ধতা পেরিয়ে—
তোর চোখে মায়া মেশাতে
ভীষণ অপরাধবোধে ভুগি।

তোর কণ্ঠ ছুঁয়ে আদর নিতে ইচ্ছে করে...
সময়ের সীমাবদ্ধতা পেরিয়ে—
হৃদয়ের ব্যাকুলতা দেখাতে বড়ো লজ্জা হয়।