আমার অন্য আমি



জ্যা-মুক্ত তীরের মতো ছুটে চলে আমার হৃদয়বাসনা।
কার পানে যায়, যদি প্রশ্ন করো,
আমি রহস্যের আশ্রয় খুঁজি,
মুখে নিই না নিজের নাম‌ই।

আমি এবং আমার অন্তরাত্মা সাক্ষী—
তোমার নিকটে এলেই...সমর্পণ;
প্রেম আর বাসনার লাগামে বাঁধা
এই আমা হতেই
আমি হই অদৃশ্য!

আমি বিলীন হই
তোমার অস্তিত্বে!
আমি ভুলে থাকি
আমারই নাম!

হে আমার সব কিছুর সব,
তুমিই আমার সেই অসুখ,
যার মাঝে আছে সুখ নিহিত।

হে আমার 'তুমি',
আমার 'আমি'...