আমাদের পরিচয় নেই



আমি তোমাকে নিজের কাছে রাখি না আর;
এ সত্তা—আংশিক ব্যথিত।

আমি তোমার পায়ের কাছে মাথা রেখে...কাঁদছি না;
প্রার্থনা—আংশিক অপূর্ণ।

আমি তোমার নিঃশ্বাসে ডুবে থাকতে চাই না;
এ শরীর—আংশিক দ্বিধাগ্রস্ত।

সযতনে আগলে রাখার দায়িত্ব থেকে দিয়েছ অব্যাহতি,
এ স্মৃতি— আংশিক অপরাধী।

আমি তোমার কেউই নই—
কথাটিই পুরোপুরি সত্যি।