আবার কাছে এলে



বরং অনন্তকাল নিরুদ্দেশ থেকো তুমি!

আমি কি কখনোই তোমার কল্পনায় আসিনি?

শুনেছি, আজ‌ও—
বুকের খাঁচা শূন্যতায় ভারী,
নীলাভ পাখিটির অস্থিরতাও কমেনি,
অপেক্ষাও শেষ হয়নি,
নীরবে বেজে-ওঠা গানটির সুরও থামেনি।

আবার কাছে এলে—
ভালোবাসবে তুমি?