আদরের আলাপন



এক।

: আমায় ভেবে এত কিছু লিখছ কীভাবে?
: আমার ভেতরটা তোমায় অকারণেই বাড়াবাড়ি রকমের ভালোবাসে।

: আমাকে তোমার কষ্টটুকু দেবে?
: তুমি কি একটু আমার হাতটা ধরবে?

: তোমার চোখ এত লাল কেন?
: তুমি কি তোমার শরীরজুড়ে আমায় আরও একটু গভীরে রাখবে?

: কথা বলছ না কেন?
: নিঃশ্বাসে কি আমায় একটু পোড়াতে পারো?

: আমাকে তোমার খুব কাছে নেবে?
: অপেক্ষার শেষপ্রহরে… শুধুই তুমি আর আমি।


দুই।

: তোকে ছুঁয়ে থাকতে পারি?
: নিশ্চয়ই।

: ভীষণ শান্তি লাগছে।
: তুই এমন আদুরে স্বভাবে আমার বুকে ছুটোছুটি করলেই—তোর প্রতি আদর চলে আসে।

: মায়া হয় না বুঝি?
: খুউব হয়।

: আর কী হয়?
: যাহ্! পিচ্চি একটা!

: আমাকে তোর কাছে রাখবি?
: তুই শুধু আমার বুকে এসে থাক, সারাদিন।

: ভুলে যাবি না তো?
: নিজেকে নিজেই কেউ ভোলে?

: তুই আমার সব।
: পাগলি!