আড়ালে অন্তরে

ভালোবাসো...ভালোবাসো...
চেয়ো না প্রতিদান।
পুরো প্রাণই দাও ঢেলে,
নিয়ো না আধেকপ্রাণ।




পূজা করো...পূজা করো...
চেয়ো না পূজার ফল,
পূজাই হোক তোমার
শুধুই বাসনাস্থল।




ভালোবেসে যত সুখ,
পাওয়া তত সুখ নয়;
ভালোবাসো তুমি যাকে,
তার‌ই মাঝে নিয়ো লয়।




হৃদয়ে স্থাপন করে
পবিত্র প্রণয়-আধার,
নীরবে প্রার্থনা কোরো,
হোক মঙ্গল আত্মার।




ছুঁলে পুরোনো হবে,
ক্রমে হবে বিমলিন;
না ছুঁলে প্রণয়ের
শোভা বাড়ে দিনদিন।




তুমি যাকে ভালোবাসো---
পাও না পাও, তোমারই সে!
আড়ালে অন্তরে রেখো,
কাজ কী তা প্রকাশে?
Content Protection by DMCA.com