আজকের পর থেকে কি—
আমি আর ভুল করেও তোকে ডাকতে পারব না?
তোর খুব সহজ বুকে...
আমার এ হাতদুটোও কি—
আজকের পর থেকে আর আটকে থাকবে না?
ঝুমবৃষ্টিতে আর তোকে জড়িয়ে
কান্না করা হবে না রে...!
তবে জেনে রাখিস—
এখনও চোখদুটো ঝাপসা হয়ে আসে আমার...
আমি যে শুধু তোকেই ভাবছিলাম।