আছি, থাকব



সব কিছু ঠিকই থেকে যায়...
যেমনটা চেয়েছিলে—কিছুটা দূরত্ব,
দিতে পেরেছিলাম তো?
যতটা আমার গভীর অনুভব...
তোমায় ছুঁয়ে থাকত।

সব কিছু ঠিকই আছে...
তুমি নিজেকে ভালো রেখেছ তো?
যতটা আমার অস্থিরতা...
তোমায় ধরে রাখত।

সবই ঠিক হয়ে যায় একদিন...
তবুও অভিমানের জায়গা হয় না কখনও।
তবে জেনে রেখো...
আমিও তোমারই মতন—আছি, থাকব।