হয়তো তারেই আপনমনে ভাবছ বসে, প্রিয়!
মনের মতন হইনি বলে আমি তোমার কাছে,
আমায় দূরে ঠেলে, ভালো তারে নিয়েই আছ;
তবু তোমার সবই আজও মনের মধ্যে আছে!
রাতের এই মধুর আলো—
লাগে না আর আমার ভালো।
সরিয়ে দূরে দিনের সকল সুখ,
মনটা শুধু খোঁজে তোমার মুখ।
মনের মধ্যে আঘাত করে ফিরিয়ে দিলে যেদিন,
কুঁকড়ে গেছে হৃদয় আমার হারিয়ে যাবার ভয়ে,
আর সেদিন থেকেই সকল কথা যায় থেমে মুখে,
তোমার বদলে নিজের স্মৃতি হারিয়ে গেছে লয়ে!
বিফল প্রেমের গোপন ব্যথা,
তবু মিলনের এত আকুলতা!
সুখ-বিস্ময় ঢাকা পড়েছে নিবিড় এ কী বিষাদে!
যত যাও চলে, যেতে দিতে হায় মনে তত বাধে!
দূরে যাচ্ছ যত চলে, তত জড়িয়ে যাচ্ছে স্মৃতি,
হৃদয় মেলে তোমায় দেখি আগের চেয়ে বেশি;
বিরহব্যথা আর তারই রেশ রয় যে জেগে নিতি,
রাত ফুরিয়ে আলো এলেও ভেজাবালিশে ঘেঁষি।
আজ জানছি, তোমায় পাবার আশা
ছিল মিথ্যে, আর তোমার ভালোবাসা!
সব বুঝেও এই মনের দুয়ার এক তোমার জন্যই খোলা!
এসব কথা, তুমিই বলো, কাউকে যায় কি ভুলেও বলা?