ভালোবাসা সেই পোড়ামাংসের টুকরো, যা রাখা আছে অন্ধকার ঘরের কোনও একটি কোণে, যার ঘ্রাণটাই কেবল আসে, খুব খুঁজেও অস্তিত্বটুকু চোখে আর আসে না।
কিংবা, ভালোবাসা সেই আলোর অক্ষরমালা যা কাছে আসার আগেই শুরু হয়ে যায় অন্ধত্বের হাতছানি, বিস্মৃত হয় একে একে অলস দুপুর, দু-জনের বিকেল, কখনোবা শূন্য দোলনায় বসে আকাশ দেখা।
এখন বুঝতে পারি, ভালোবাসা আমায় দিয়েছে অনেক... নিজের কাছে এনেছে নিজেকে, সরিয়ে নিজেকেই; অরণ্য উধাও, চারিদিকে তবু সবুজের সারি; আমায় করেছে পাখি, আকাশ নিয়ে কেড়ে।