অনেক সোনার দীপ্তি! কামনার সোনার হরিণ,
ঊষার রক্তিম ঝারি, দীপান্বিত বাসন রঙিন,
বাসনারা খিন্ন, ক্ষুব্ধ, ভীত, ত্রস্ত পলায়িত যদি,
কৃষ্ণমেঘে অন্তরাল। জানি, সেই বয়ে-চলা নদী
ধান দেবে, গান দেবে, শুভাশিস স্নিগ্ধ কামনার
বিহঙ্গম, সুধাস্পর্শে কুসুমে সবুজে একাকার।
ব্যাকুল অন্তর দীর্ণ, অসুন্দর, অপমৃত্যু জাল,
ছায়া ছায়া অন্ধকার, প্রেমপ্রীতি, নির্মম আড়াল,
কবন্ধ প্রেতের নৃত্য, তবু আলো,ক্ষণ, মৃদুহাসি,
মমতা, সজীব স্পর্শ, সান্ত্বনাস্নিগ্ধ মধু-বাঁশি,
ঘুম ঘুম প্রশান্তির! কালোরাত্রি যবনিকা-পরে,
আগামীর আশ্বাস—দীপ্ত, অনাগত বারতা—মুখর।