গোলাপের কণ্টকে পাপড়ির বিচ্ছেদ,
ঝড়ো বাতাসের তীব্রতা,
কিংবা কিঞ্চিৎ দূরত্ব...
সব কিছু তোমাকে ছুঁয়ে গেলেও—
আমার সাথে নিভৃতে সাক্ষাৎ
যেন এক প্রখর দৃষ্টিতে তোমায় বেঁধে রেখেছে।
হাত বাড়িয়ে ছুঁতে যেয়ো না আমায়,
আমার অস্তিত্বের নিদারুণ সংক্রমণে ভুগবে তুমিও;
তথাপি, ইন্দ্রিয় তীক্ষ্ণভাবে সজাগ রাখতে
আপ্রাণ চেষ্টা তুমিও করেছিলে!