অস্তিত্বহীন আবেগ



অদ্ভুত এক শূন্যতায় বুকের ভেতরটা
মোচড় দিয়ে উঠল!

মুহূর্তেই দিশেহারা হয়ে...
খুঁজতে শুরু করলাম তোমায়।
দু-চোখে জমল—
অস্তিত্বহীন আবেগে পরিপূর্ণ যন্ত্রণার বিন্দু।

তোমার জন্য অপেক্ষা করতেও...
বড়ো নিঃস্ব লাগে আজ।

নিঃসঙ্গতায় কাটে আমার সব মুহূর্ত,
পরিবর্তনের নেশায় মগ্ন ধীর স্পন্দন,
বাস্তবতার খোঁজে সত্য।

সেদিনই প্রথম জেনেছিলাম—
তোমার হৃদয়ে আমার প্রয়োজনীয়তা...
কতখানি ঠুনকো।