তোমার জন্য এ অশ্রুর—
নিভৃতে ঝরে যাওয়া বন্ধ হলে,
ভেবে নিয়ো, আমি মৃত।
তোমার জন্য এই অপেক্ষা শেষ হলে—
বুঝে নিয়ো, আমি বদলে গেছি।
তোমার অশ্রু ছুঁয়ে থাকতে দাও;
আমি কথা দিচ্ছি—
এই দীর্ঘতর অপেক্ষায়...
খোদাই করা থাকবে আমাদের নাম।
তোমার জন্য লিখতে-থাকা—
এই যন্ত্রণার প্রহর ফুরিয়ে এলে
থেমে যাবে অনুভূতির কম্পন,
থমকে যাবে সৃষ্টি,
হারিয়ে যাবে স্মৃতি,
বিনষ্ট হবে তোমার-আমার
সৃষ্টির এ সহাবস্থান।
তোমায় বুকের গভীরে জড়িয়ে রাখলাম—
টিকে থাক আমাদের মাঝে এ সৃষ্টি।
তুমি মৃত নও—
তোমার শরীরের ঘ্রাণ...
আমি আমৃত্যু গ্রহণে আকুল।