অশ্রুসংগীত



১. ভোর হলে রাতের শেষ হয়, কিন্তু আমার যন্ত্রণার কখনোই শেষ হয় না—ভোরেও যেমন থাকে, রাতেও ঠিক একইরকম থাকে।

২. যুদ্ধ করতে করতে এতটাই ক্লান্ত আমি যে, যুদ্ধজয়ের খবরটুকুও শোনার শক্তি নেই আর।

৩. প্রিয়, অভিমান জেনো। অভিমান করার জন্য আমি আর থাকছি না, সেটুকুও জেনে নিয়ো।

৪. সারাটা রাত এ-পাশ ও-পাশ করি। পাশে শুয়েও তুমি বুঝতে পারো না আমার ব্যথাটা ঠিক কোথায়।

৫. তোমার সাথে হয়তো জীবন লেখা নেই; তাই সহমরণের অপেক্ষায় রইলাম। সময়মত চলে এসো কিন্তু।

৬. আমি অভাবী বলেই তোমার আভিজাত্য দেখে বুঝতে পারি, তুমি আমার চেয়েও বেশি অভাবী।

৭. গান শুরু করার আগেই আমি কিছুক্ষণ কাঁদতে চাই। গানের মাঝে কাঁদতে গেলে সবাই ধরে ফেলবে, গানের ঠিক কোন লাইনটার সাথে আমার আড়ি আছে।

৮. আরামে চোখ বুজে আসুক—এতটা শান্তি আমি কখনও চাইনি। এরকম শান্তি মৃত মানুষের জন্য বরাদ্দ থাকা উচিত, জীবিতের জন্য নয়।

৯. প্রথম প্রেমের চেয়ে শেষ প্রেম ভালো। আর শেষ প্রেমের চেয়ে মৃত্যু ভালো।

১০. হে ঈশ্বর, যদি তার কপালে আমি লেখা না-ই ছিলাম, তবে আমার কপালে একমাত্র তাকেই লিখে রেখেছিলে কেন!