অশ্রুজুড়ে থেকে যাওয়া



সুখ কী, তুমি জানো?
আর মায়া কেমন?

সত্যি করে বলো তো,
তোমার কি একটুও কষ্ট হয় না—
আমাকে অন্য কারও সঙ্গে ভাগ করে নিতে?

আমি অন্ধ হয়ে গেছি—কিছু দেখছি না।
তুমি ভেবো না...আমি কখনও জানতে চাইব না তার পরিচয়।

তুমি একটা অসহ্য প্রকৃতির মানুষ—
কোনোদিন কাউকে নিজের করে চাইতে পারোনি,
আর পারবেও না।

তুমি কি জানো, আমার দেখা সবচাইতে অসাধারণ মানুষটি তুমি?
তোমাকে নিজের করে চাইতে বড্ড ভয় লাগে।

তুমিই তো বলেছিলে—
আমৃত্যু ভালোবাসবে আমায়...
আমাকে যেতে দিলে
তোমার কান্না থামাবে কে?

তবে...যেয়ো না;
তুমি আমার অশ্রুজুড়ে থেকে যাও।