১.
: তুমি আমার ভালোবাসা পাবার যোগ্যতা রাখো না।
: জানি। পেটভর্তি যৌনক্ষুধা নিয়ে ভালোবাসা পেতে চায়ই-বা কে!
২.
: কীসের অভাব তোমার, বলতে পারো?
: আমার সবই আছে। সব কিছু থাকার চেয়ে বড়ো অভাব আর নেই।
৩.
: ইদ মুবারক!
: ইদ তোমাদের হোক। আমার তো শুধুই আরও একটা দিন কষ্ট করে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা!
৪.
: খুব কড়া কড়া কথা লিখছ, দেখছি। কিছু খেয়েছ নাকি?
: যে লেখা লিখতে মদ গিলতে হয়, ওসব লেখা তোমরা লিখো, আমার ওসবের প্রয়োজন নেই।
৫.
: তুমি একসময় কতটা আমার ছিলে, মনে পড়ে?
: আমি কারুর ছিলাম না। আমার মতন বারুদকে কেউই বুকে জায়গা দেয় না।
৬.
: এত হাসি! খুব আনন্দ নাকি?
: কেমন আছি, এই প্রশ্নে আমার খুব ভয়। তাই আনন্দ দেখানোই শ্রেয়।
৭.
: লিখতে কি প্রেম লাগে, কিংবা কাম?
: লেখার ক্ষমতা নিয়ে জন্মালে ওসব কিছুই লাগে না।
: তোমার তো তবে অনেক ক্ষমতা!
: এই ক্ষমতাই আমাকে অক্ষম করে রেখেছে।
৮.
: ক্লান্তিতে মরে যাচ্ছি মনে হয়।
: মনে হলেও তুমি বেঁচে থাকবে। মরা এত সহজ নয়।
৯.
: নিজের বলতে কিছুই না থাকলে মানুষ এই অর্থহীন জীবন দিয়ে কী করে?
: শিল্প-সাহিত্য করে।
১০.
: তোমার জীবনে রঙধনু এসেছিল?
: প্রায়ই এসে বারান্দায় দাঁড়ায়, আমি ঘরে ঢুকতে দিই না।