অভ্যস্ত অচেনা অনুভূতি



: আমি আরও অপেক্ষা করব তোর চোখজুড়ে...তুই বুঝি অন্ধকারে ভয় পাস?

: হা হা হা…অভ্যেস নেই বহুদিন আলো নিভিয়ে ঘুমোনোর, তুই কাছে আয়।

: এসেছি। তোর এতটা কাছাকাছি থাকতে চাইছি, এমন তো নয়! তোর হাতটা ধরে রাখতে চাইছি খুব, এমন তো নয়!

এই মুহূর্তটা বুঝি এমনই, সব কেন নীরবে থেমে রয়! আমাকে বুঝি তোর পাশে বড্ড বেমানান লাগছে?

চোখ বুজে কী অমন অচেনা সুখে ডুবে আছিস? আমিও কি কখনো থেকেছিলাম তোর ভাবনায়? আচ্ছা, তোর কল্পনায় আমি কেমন?

: রঙিন। আমার হাতটা আরও কিছুক্ষণ ধরে রাখ।

: আমি কি তোকে একবার জড়িয়ে ধরতে পারি?

: পাগলি!