অভাব

অভাব আছে অনেক কিছুর
কোনটা বলি আগে,
একটা বলার আগেই এসে
আরটা মনে জাগে।




ভাতের অভাব, মাছের অভাব,
অভাব আছে আরও,
অভাব আছে সুখ-শান্তি'র,
টাকার অভাব কারও।




গাড়ির অভাব, বাড়ির অভাব,
অভাব আছে নিত্য,
অভাব, অভাব বলেই সবার
মলিন হলো চিত্ত।




জ্ঞানের অভাব, ধনের অভাব,
অভাব অন্তহীন,
গুণের অভাব, মানের অভাব
বাজায় দুখের বীণ।




ভালোর অভাব, আলোর অভাব,
অভাব ক্ষুধার অন্নে,
করতালির অভাব আছে
লোকে লোকারণ্যে।




আমার অভাব, তোমার অভাব,
অভাব যে নেই কার!
সবচে বড়ো অভাব যে ভাই
অভাব ঘোচাবার।
Content Protection by DMCA.com