অব্যক্ত এক আকুতি



এই নিস্তব্ধ পথে একাকী...
হাঁটতে শেখালে কেন আমায়?

সব ফেলে যদি জীবনের
চেনা গন্তব্যে ফিরে যেতে পারতাম—
অতীতের যে-অধ্যায়ে...
তোমার-আমার পরিচয় হয়নি!

এই অসময়ের পিছুটানে তুমি শুধুই—
আমার কাছে অব্যক্ত এক আকুতি।