তোমরা ভালোবাসার মানুষগুলো আসলে এমনই করো! প্রতীক্ষায় থাকলে কাঁদাও, আর যখন ছুটে পালাই মুখ ঘুরিয়ে, কিংবা রোজকার কষ্টের সাথে লড়তে লড়তে এই আমিটাকেই মেরে ফেলি একদিন, এই আমিটাকে ছুড়ে ফেলে দিই বহু বহুদূর, সেদিন আবার এই তোমরাই,... সেদিন এই তোমরাই আবার ফিরে এসে বলো, 'আমার সেই মানুষটাকে ফেরত চাই!' এসে বলো, 'বড্ড বদলে গেছ তুমি।...পারলে কী করে এতটা বদলে যেতে!' যেন বদলে যাবার সমস্ত দায় তোমার একার! হঠাৎ করেই সম্পর্ককে অস্বীকার করবার মতো করে ঠিক একইভাবে বলে ফেলো, 'কই, আমি তো তোমায় যাইনি ছেড়ে!' তোমাদের যারা ভালোবাসে, তোমরা ওদের খেলনা করো; আর যেখানে রোজ রোজই রক্তাক্ত হও, আঘাতে আঘাতে হও ক্ষত-বিক্ষত, ঠিক সেইখানটাতেই মাথা কুটে কুটে মরো! আসলে, ভালোবাসায় ভালোবাসা যতটা না প্রয়োজন, তার চেয়ে ঢের বেশি প্রয়োজন...অবহেলা করবার শক্তিটাকে আয়ত্ত করা! কে জানে হয়তো তোমরা অবহেলিত হলে পরেই ভালোবাসার কদর করো!