যা-কিছু নিয়ে এ জীবনে আর কখনোই কারও কাছে বা নিজের কাছেও ক্ষমা চাইব না, সরি বলব না: আমি যা অনুভব করি, তার অকপট প্রকাশে। নিজস্ব কিছু সীমাবদ্ধতা রেখে দেওয়া, যেগুলির বাইরে নিজেকে নিয়ে গেলে আমার খারাপ লাগে। যা-কিছু করতে বা বলতে আমার ভালো লাগে না, তা-কিছুকে মুখের উপর "না" করে দেওয়া। আবেগতাড়িত হয়ে কখনও কখনও হুট করে কেঁদে ফেলা। কখনও ফোন ধরতে ইচ্ছে না করলে, ফোনটা যে-ই করুক না কেন, তা না ধরা। যদি কখনও একটু বিশ্রাম নিতে ইচ্ছে করে, কিছু সময়ের জন্য কাজকে গুডবাই বলতে ইচ্ছে করে... খুব সহজ কিছুও বুঝতে না পারলে তা ভালো করে জিজ্ঞেস করে নেওয়া। আমাকে ভালোভাবে না চিনেই, না জেনেই আমাকে নিয়ে অন্যরা কী ভাবে কিংবা কী বলে। নিজেকে এগিয়ে নেওয়া, স্রোতের বিপরীতে নিয়ে গিয়ে হলেও। এমনকী বহুলপ্রচলিত কোনও বিষয়েও কারও সাথে ভিন্নমত পোষণ করা। নিজেরটা সবার আগে দেখা, কেননা যে মানুষটা তার নিজের জন্যই নয়, সে মানুষটা কখনোই কারও জন্য কিছু হয়ে উঠতে পারে না। আমার যা প্রাপ্য, তার চাইতে কম পেলে তা সরাসরি প্রত্যাখ্যান করা। যা চলেই যাবার, তা ধরে রাখার বৃথা চেষ্টা না করা। অন্যের মুখাপেক্ষী হয়ে না থেকে নিজের কষ্ট নিজেই সারাবার চেষ্টা করা, কেননা আপনার কষ্টে কারও তেমন কিছু এসে যায় না। জীবনটা ছোটো। সারাক্ষণই সরি বলে বলে আয়ু ফুরোবার জন্য আমাদের এ পৃথিবীতে পাঠানো হয়নি।