তোমার গাল বেয়ে গড়ানো জলের ফোঁটা
খুব সাবধানে আমার বুকে মিশিয়ে নিলাম।
তোমার চোখ ছলছল করছিল...
আমার দিকে দৃষ্টি রাখতেই,
তোমার মনটা যেন—
অপেক্ষার স্রোতে ভেসে গেল।
আমি মানতে পারছি না—
তোমার সাথে আমার আর
কখনোই দেখা হবে না।
তোমার গাল বেয়ে গড়ানো জলের ফোঁটা
খুব সাবধানে আমার বুকে মিশিয়ে নিলাম।
তোমার চোখ ছলছল করছিল...
আমার দিকে দৃষ্টি রাখতেই,
তোমার মনটা যেন—
অপেক্ষার স্রোতে ভেসে গেল।
আমি মানতে পারছি না—
তোমার সাথে আমার আর
কখনোই দেখা হবে না।