অপেক্ষার শেষপ্রান্তে




এতখানি অসহায়ত্ব নিয়ে আমি...
আর কার‌ও বুকে নিঃশ্বাস রাখিনি।
আত্মায় তোমার ঘ্রাণ না জড়িয়ে
যাই কী করে?

কার‌ও কথায় কষ্ট পেয়ে আমার ভেতরটা...
এতটা ফুঁপিয়ে কেঁদে ওঠেনি।
ভালোবাসার অনুভূতি উপেক্ষা করে কী হবে?

আমার দীর্ঘশ্বাসের তোয়াক্কা...
কেউ কক্ষনো করেনি।
অপেক্ষার অবসান ঘটবে কী করে?

তোমার জন্য সাহস করে...
এতদূর পথ একাই এসেছি।
ফিরিয়ে দিলে বাঁচব কীভাবে?