আগন্তুক
তুমি এই শহরে আজ,
কাছে... খুব কাছে।
বাতাসে মিশে আছে তোমার নিঃশ্বাসের শব্দ,
তোমার শরীরের ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে প্রশ্বাসে-নিঃশ্বাসে।
বুকের ভেতর উথাল-পাথাল ঢেউ,
তুমি আজ এই শহরেই...
কয়েক-শো বিল্ডিং পেরিয়ে,
কিছু অলিগলি অতিক্রম করে।
আজিমপুর থেকে গুলশান—
এতটুকু পথ, কয়েক মিনিটের দূরত্ব।
চাইলেই তোমার কাছে পৌঁছুতে পারি,
তোমাকে ছুঁয়ে অনুভব করতে পারি।
তোমার চুলে আঙুল বুলিয়ে বলতে পারি— "ভালোবাসি।"
তোমার বুকের গভীরে চুপটি করে শুয়ে থাকতে পারি,
তুমি দু-হাতে আগলে রাখতে পারতে আমায়।
অথচ...
একই শহরে থেকেও
আমাদের দেখা হয় না আর!
তোমার নিঃশ্বাসের উষ্ণতা ছোঁয়া হয় না আর!
তবু আমি খুশি,
আজ তুমি আমার শহরে, আমাদের শহরে।
আজ আকাশের তারাগুলোও যেন উচ্ছ্বসিত,
তোমার হাসির মতোই ঝলমলে, দীপ্তিময়।
প্রিয় মানুষ,
যখনই এ শহরে আসবে,
জেনে নিয়ো—
একটি মেয়ে তারার দীপালি জ্বেলে
অপেক্ষা করে শুধুই তোমার জন্য… তোমারই জন্য।