"অপেক্ষা" ব্যাপারটা সবসময়ই যে সুখকর অনুভূতি দিয়ে থাকে, এমনটা কিন্তু নয়;
বরং, অপেক্ষা করছি—এই কথাটিই হাজারো কষ্টের ভিড়ে লুক্কায়িত এক মনস্কামনা।
অপেক্ষার অবসান সম্ভব নয় জেনেও যে-অপেক্ষা, তার পরিণাম কী হতে পারে?
অপেক্ষার মতন এত শুভ্র, সত্য, স্থির হতে তুমি অন্য কোনো অনুভূতিকে কখনো দেখেছ?
তোমার গুরুত্ব কমিয়ে দিলেও, তুমি যার জন্য অপেক্ষা করছ—
তাকে ফেরাতে তুমি বারংবার ব্যর্থই হবে।
যার স্পর্শের জন্য তুমি অপেক্ষা করছ—
তাকে অনুভব করে তুমি সহস্রবার বিস্মিত হবে।
তুমি চাইছ অপেক্ষার প্রহরের অবসান?
মৃত্যুই কি এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে সক্ষম?
আমি জেনেছি—
ভালোবাসার তীব্রতার সমাপ্তিলগ্নেই কেবল অপেক্ষার অবসান সম্ভব।
ভালোবাসার সমাপ্তি হয়?
তবে অপেক্ষার পরিণতি প্রত্যাশা করছ কী করে?
দীর্ঘতর অপেক্ষায় তোমার চোখজুড়ে আমার প্রতিচ্ছবি এঁকেছ—
সেই মনোমুগ্ধকর দৃশ্যের বিশ্লেষণেই আরও কিছু্ সময়ের ব্যাপ্তি বাড়ুক।