অপেক্ষার অতলান্ত সূর্যাস্তে



যখন, কখনো আমায় বলো…
পরবর্তী সাক্ষাতে তুমি—
আমার কপালে তোমার ঠোঁট ছোঁয়াবে…
আমার অশ্রুতে তোমার স্মৃতি জমতে দেবে…
আমার অভিমান তুমি পাশ ফিরে দেখবে…
আমার দীর্ঘশ্বাস তুমি বুকে জড়িয়ে রাখবে…
তোমার স্পন্দনে আমার নিঃশ্বাস রাখবে…
তোমার স্পর্শ আমার আত্মায় গেঁথে দেবে…
আমার শরীরজুড়ে শুধুই
তোমার অধিকার থাকবে—
আমি বুঝতে পারি না...তখন কী বলতে হয়!
কীভাবে তাকাতে হয়!
কতটা গভীর আলিঙ্গনে বাঁধতে হয়!
শুধু জানি—
হয়তো এটাই আমাদের শেষদেখা।

তুমি দূরত্ব চাও কি না, আমি তা-ও জানি না;
আমার এ-ও জানা নেই—
আমার গা ঘেঁষে থাকার স্বভাব...
তোমাকে বিব্রত করে কি না!

তবুুও, তুমি হঠাৎই ম্লানমুখে বলে উঠলে—
আমাদের শীঘ্রই আবার দেখা হবে...

তুমি আসবে তো?
না কি অপেক্ষায় রাখবে?