অপস্রিয়মাণ অনুভূতি



সুইসাইড-নোট সবসময় গাদা গাদা অক্ষরে লেখা থাকবে—এমন কোনো নিয়ম নেই। কিছু আবেগ কালির অক্ষরে স্পষ্ট করে ফুটিয়ে তোলা একেবারেই অসম্ভব।

আর একটুও ধৈর্য রাখতে পারছি না!
বিশ্বাস কর, আমার ধৈর্যশক্তি এতটা কম নয়, তবু মনে হচ্ছে—আর হয়তো পারছি না।

এ থেকে মুক্তির দুটো উপায় অবশ্যই রয়েছে। তুই হয়তো ভাবছিস, কেন আমি সে পথগুলো বেছে নিচ্ছি না! কিন্তু কীভাবে যাব সে পথে? অনেক চেষ্টা করেছিলাম, বাঁচতে কার না ইচ্ছে করে!

শুনতে হাস্যকর লাগতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার তোর স্পর্শ দরকার—যেটা পাওয়া সম্ভব নয়। আর অন্য পথটা বেছে নেবার সাহসও আমার নেই।

জীবনটা এভাবে চালিয়ে নেওয়া যদি সত্যিই আর সম্ভব না হয়, তবে কি সাহস আসবে? তা-ও জানি না।

তোর উপেক্ষার কারণটা আমি জানি, কিন্তু আমার অপেক্ষার কারণটাই তোকে জানাতে পারিনি।