বুকের ভেতরে জমাতে-থাকা
স্মৃতির পাথরগুলোই—
একটা সময় পর, এতটাই ভারী হয়ে ওঠে...
যা বহন করার সমস্ত ক্ষমতা হারিয়ে যায়।
তুমি খুব গভীরভাবে স্পর্শ না করলে
পাথরগুলো কিছুতেই সরে না,
অস্বস্তিকর যন্ত্রণায় ছটফট করতে থাকে
আমাদের সযত্নে রাখা মুহূর্তগুলো।
খুউব বেশি ভালো না বাসলে...
ক্ষতের চিহ্নে সজোরে আঘাত না করলে...
এই নিদারুণ অনুভূতির সাক্ষাৎ তুমি পাবে না।
স্মৃতির আকস্মিক এই অবস্থানের কারণেই
তোমার-আমার আত্মায়
স্থায়ী হবে দীর্ঘতর প্রতীক্ষা।